সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
দেশে বেকারত্বের পাশাপাশি বাড়ছে কাজ হারানো মানুষের সংখ্যা৷ ‘সবকা সাথ সবকা বিকাশ’ বছরে দুকোটি চাকরী বাগাড়ম্বর মাত্র৷ রাজ্য সরকারের প্রাক্তন অর্থমন্ত্রী বর্তমানে মুখ্য আর্থিক উপদেষ্টা অমিত মিত্র বিশ্বব্যাঙ্ক ও সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি’র তথ্য তুলে ধরে বলেন উৎসবের মাসেই দেশে কাজ হারিয়েছে প্রায় পাঁচ কোটি মানুষ৷ তিনি বলেন নরেন্দ্র মোদি সরকারের ঘোষনা ছিল ‘সবকা সাথ সবকা বিকাশ’৷ এই তার আসল চেহারা৷ শ্রী মিত্র বলেন ২০২২ সালে ভারতে বেকারত্বের হার ছিল ২৩.২২ শতাংশ যা বাংলাদেশ ও ভুটানের থেকেও ভারতকে পেছনে ফেলে দিয়েছে৷ উৎসবের মাসে ৪কোটি ৭০ লক্ষ মানুষ কাজ হারিয়েছে৷ অমিত বাবু বলে সি.এম আইই তথ্য অনুযায়ী তিনি বেকারত্বের পরিসংখ্যা দিয়েছেন৷ সিএমআইই সাম্প্রতিক তথ্যে জানায় গত মাসে দেশে বেকারত্বের হার ছিল ১০.০৯ শতাংশ৷