সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
১৮ই ডিসেম্বর’২৪ বেলামুতে আনন্দমার্গ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের মিলিত প্রয়াসে আনন্দমার্গ জাগৃতি ভবনের শিলান্যাস অনুষ্ঠিত হয়৷
সম্মিলিত ঈশ্বর প্রণিধানের পর আচার্য পরিতোষানন্দ অবধূত কর্তৃক ইষ্টক স্থাপন করতে করতে বলেন --- ‘‘অয়মারম্ভঃ শুভায় ভবতু’’ তারপর সকলে একসঙ্গে আচার্যকে অনুসরণ করে বলেন--- এই শিলান্যাস সর্বতোভাবে সার্থক হোক৷ এই শিলার কাছে প্রতিবেশীরা মধুময় হোক, প্রতিবেশীদের কাছে এই শিলা মধুময় হোক৷ এই শিলার ওপর আমরা যেন দ্রুত কুটির নির্মাণ করতে পারি৷