সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
১৬ই অক্টোবর’২৪ স্থানীয় মার্গীভাইদের সহায়তায় বেলামু পাহাড়ের দক্ষিণে তলদেশে বেলামু মৌজায় আনন্দমার্গ বিদ্যালয় স্থাপনের জন্যে মাটি সমান করার কাজ চলছে৷
পাশেই রয়েছে স্বপ্ণেশ্বর বন্দোপাধ্যায় ত্রিকোণ সেঞ্চুয়ারীর জন্যে নির্দিষ্ট জমি৷ এই সেঞ্চুয়ারী লজ্জাবতী সরণি, চৌধুরী সরণি ও আস্তিক সরণি দ্বারা বেষ্টিত থাকবে৷ মৃতপ্রায় পাখিদের আশ্রয়স্থল, বিলুপ্তির পথে যেসব পাখি, জীবজন্তু ও জলজ প্রাণী তাদের সংরক্ষণের ব্যবস্থা করার জন্যে হবে৷