বেলামুতে সুয়েটার ও কাপড় বিতরণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২১শে ডিসেম্বর’২৪ বেলামু গ্রামের দুঃস্থ মহিলাদের সুয়েটার ও অন্যান্যদের জামাকাপড় বিতরণ করা হয়৷ সম্প্রতি ওখানে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্যে শিলান্যাস করা হয় ও সর্বসাধারণের ব্যবহারের জন্যে সায়রের খনন কাজ চলছে৷