বগটুইতে স্বজন হারানোদের পাশে মুখ্যমন্ত্রী

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

রামপুরহাটের বগটুই গ্রামের মত গণহত্যা এর আগেও অনেক হয়েছে কিন্তু এর আগে এত দ্রুত রাজ্যের কোন মুখ্যমন্ত্রী আক্রান্তদের পাশে গিয়ে দাঁড়াবার সাহস দেখাননি৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য ধরণের মানুষ৷ তাই দ্রুত ছুটে গেলেন আক্রান্তদের পাশে রামপুরহাটের বগটুই গ্রামে ঘটনাস্থলে৷ আক্রান্ত ও নিহতের পরিবারকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সবরকম প্রতিশ্রুতি দিলেন৷ দোষীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতিও দেন৷ স্বজন হারানো প্রত্যেকটি পরিবারের একজনকে চাকরী দেবার আশ্বাস দেন মুখ্যমন্ত্রীর কোটা থেকে৷

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির এক ঘন্টার মধ্যে ঘটনায় অভিযুক্ত তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেন কে গ্রেপ্তার করে পুলিশ তারাপীঠ থেকে৷