বহুতল বিপর্যয়---টেকনিক্যাল ভুল, কাউন্সিলরদের দায়িত্ব নেই---মেয়র

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

বাঘা যতীনের পর এবার কামারহাটি,ট্যাংরা একের পর এক বহুতল হেলে পড়ছে৷ বাঘাযতীনের প্রমোটার ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে৷ তার মধ্যেই আরও বাড়ি হেলে পড়লো কামারহাটির পূর্ব ধুবিয়াবাসান এলাকায়৷ ঘটনাটি ঘটে গত ২১শে জানুয়ারী৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ জলাশয় ভরাট করে বাড়িটি তৈরী করা হচ্ছিল৷ কোনরকম মাটি পরীক্ষা না করেই৷ নির্মীয়মান পাঁচতলা ভবনের পাশেই আছে একটি সরকারী স্কুল৷ বাড়িটি হেলে পড়ায় স্কুলের ছাত্র অভিভাবকরা আতঙ্কের মধ্যে আছে৷

কামারহাটির পুরপ্রধান গোপাল সাহা এলাকা পরিদর্শন করে বলেন এই বাড়ি নির্মাণে কোন অনুমতি নেওয়া হয়নি৷ পুরসভা আইন আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন৷ স্থানীয় মানুষদের প্রশ্ণ এলাকার কাউন্সিলরদের কি কোন দায়িত্ব নেই৷ পুরসভার অনুমতি না নিয়ে কিভাবে জলাজমি ভরাট করে বাড়ী তৈরী হয়!

এরই মধ্যে ট্যাংরায় আরও একটি বাড়ি হেলে পড়ে ২২শে জানুয়ারী সকালে৷ বাড়িটি পাশের একটি বাড়ির দিকে প্রায় কাছাকাছি চলে যায়৷ এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়৷মেয়র ফিরাজ হাকিম বলেন কলিকাতায় এরকম হেলে পড়া বাড়ির সংখ্যা ৩০টি৷ এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই৷ ট্যাংরার এটি রাজনীতির বিষয় নয়৷ বরং এটা একটা টেকনিক্যাল ভুল৷ কর্র্পেরেশনের আইনানুযায়ী এতে কাউন্সিলরদের দায়িত্ব নেই৷