বিভিন্ন দেশে বেআইনী থানা বানিয়েছে চীন

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

আমেরিকাকে ছাপিয়ে বিশ্ব রাজনীতিতে মহাশক্তি ধর রাষ্ট্র হওয়ার বাসনা পূরণ করতে সমস্ত৷ নীতি নিয়মকে বুড়ো আঙুল দেখাচ্ছে লাল চীন৷  তারা বিশ্বের  বিভিন্ন দেশে বেআইনী ভাবে থানা তৈরী করছে৷ ব্রিটেন, কানাডা, আয়ারল্যাণ্ডের মতো দেশ চীনের এই বেআইনী কর্মকাণ্ডের শিকার৷ স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট উল্লেখ করে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইনভেস্টিগেটিভ জার্র্নলিজম রিপোর্টেকা (আইজেআর)৷ রিপোর্টে আরও বলা হয়েছে চীনের পাবলিক সিকিউরিটি ব্যুরো (পি.এস.বি) এই সব বেআইনী থানাগুলোকে পরিচালনা করছে৷ পি.এস.বির মদতে ফুঝাউয়ের পক্ষ থেকে কানাডা জুড়ে এইরকম বেআইনি থানা বানিয়েছে৷ ২১দেশে অন্তত ৩০টি এইরকম বেআইনী থানা চীন বানিয়েছে৷ চীনের উত্থান ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিভিন্ন সময় বিশ্বের নানা মঞ্চে প্রকাশ্যে সরব হয়েছে ফ্রান্স, ব্রিটেন, জার্র্মনি, স্পেন ও ইউক্রেন, এই সমস্ত সমালোচনার জবাব দিতে তাদের টার্গেট করেছে চীন সেইসব দেশে বেআইনী থানা বানিয়েছে৷ এইভাবে বেআইনী থানা বানিয়ে অনেক ক্ষেত্রেই সেই সব দেশের স্থানীয় নির্বাচনকে প্রভাবিত করে চলেছে৷