এবারে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় এসে কর্ষকবন্ধুর ভূমিকায় আসতে চাইছে৷ যেমন, ছত্তিশগড়ের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল কৃষিঋণ মুকুবের সিদ্ধান্ত নিয়েছেন৷
১৭ই ডিসেম্বর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করেই তিনি ঘোষণা করেছেন, রাজ্যের ১৬ লক্ষ কর্ষকের ৬১ হাজার কোটি টাকা স্বল্প মেয়াদী ঋণ মুকুব করবে সরকার৷ এছাড়া ধানের সহায়ক মূল্যও কুইন্টাল প্রত ৮০০ টাকা বাড়িেেয় করা হচ্ছে ২৫,৭৫০ টাকা৷
মধ্যপ্রদেশেও কংগ্রেস ক্ষমতায় এলে গত ১৭ই ডিসেম্বর মুখ্যমন্ত্রী হিসেব শপথ গ্রহণ করে কমলনাথ কৃষি-ঋণ মুকুবের কথা ঘোষণা করেছেন৷ তিনি জানিয়েছেন ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মুকুব করা হবে৷
রাজস্থানেও কংগ্রেস ক্ষমতায় এল৷ এখানে এদিন মুখ্যমন্ত্রীরূপে শপথ গ্রহণ করেন অশোক গেহলট৷ সে সঙ্গে উপমুখ্যমন্ত্রীরূপে শপথ গ্রহণ করলেন, তরুণ তুর্কী শচীন পাইলট৷ এখানেও কংগ্রেস সরকার কর্ষকদের ক্ষোভ দূরীকরণের কথা চিন্তা ভাবনা করছেন৷ কিন্তু কর্ষক সমস্যা সমাধানের জন্যে কেবল সাময়িক কিছু ব্যবস্থা গ্রহণই যথেষ্ট নয়, এতে কর্ষকদের সমস্যার স্থায়ী সমাধান হবে না৷