বিচারপতির অসাংবিধানিক মন্তব্য--- সংখ্যাগরিষ্ঠের ইচ্ছায় দেশ চলবে

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

যোগীরাজ্যে এলাহাবাদ উচ্চ আদালতের বিচারপতি শেখর কুমার যাদব বিশ্ব হিন্দু পরিষদদের একসভায় মন্তব্য করেন সংখ্যাগরিষ্ঠ হিন্দুর ইচ্ছা মতই দেশ চলবে৷ এই সভার আয়োজক ছিল বিশ্ব হিন্দু পরিষদের আইনি বিভাগ৷ ৮ই ডিসেম্বরেই ওইসভার আলোচ্য বিষয় ছিল---অভিন্ন দেওয়ানি বিধি৷

ভারতীয় সংবিধানের সমতা, ধর্মনিরপেক্ষতার আদর্শকে কার্যত অস্বীকার করলেন ওই বিচারপতি৷ কিছুদিন আগেই শীর্ষআদালত এক মামলার রায় দিতে গিয়ে বলেন ভারতীয় সংবিধানের ভিত্তিভূমি সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষতা৷ একে অস্বীকার করার উপায় নেই৷ বিশ্ব হিন্দুপরিষদের সভায় বিচারপতি শেখর কুমার যাদব বলেন--- হিন্দুস্থানে সংখ্যাগরিষ্ঠের ইচ্ছাতেই দেশ চলবে৷ এটা হিন্দুস্থান, সংখ্যা গরিষ্ঠরাই আইনের পথ নির্ধারন করবে৷ তিনি দাবী করেন খুব শীঘ্রই দেশে অভিন্ন দেওয়ানীবিধি চালু হবে সংখ্যালঘুদের সম্পর্কেও তিনি বিদ্বেষপূর্ণ মন্তব্য করেন৷ যা কিছু সংখ্যা গরিষ্ঠের জন্য কল্যাণকর তাই গ্রহণযোগ্য৷

একজন কর্মরত বিচারপতির ওই সভায় যোগ দেওয়া নিয়ে  প্রশ্ণ উঠেছে৷ সংবিধানের প্রতি আনুগত্যের শপথ নিয়ে একজন বিচারপতি এই ধরণের বিদ্বেষপূর্ণ ভাষণ দিতে পারেন না বলে প্রবীন আইনজীবীরা মন্তব্য করেন৷ এই বিচারপতির কাছে সংখ্যালঘুরা ন্যায় বিচার পাবেন না বলেও অনেকে মন্তব্য করেন৷ শীর্ষ আদালতকে এই বিচারপতিকে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে অনেকে দাবী করেন৷