বিদেশী বানানোর আইন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মাঠে ময়দানে চিৎকার করে প্রচার করা হয়েছিল ২০১৪ সালে ধর্মীয় উৎপীড়নে প্রতিবেশী দেশ থেকে আসলেই নাগরিকত্ব পাবে৷ তার জন্যে কোন প্রমাণ লাগবে না৷ এখন কিন্তু সরকার উল্টো গাইছে৷ যদিও নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হবার পরে এখনও পর্যন্ত সরকার সি.এ.এ.-র নিয়মাবলী জানাতে পারেনি৷ এর মধ্যে ২৭শে জানুয়ারী স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে প্রতিবেশী ভিন্ দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব পেতে তাদের নিজের ধর্মের প্রমাণ দিতে হবে৷ অর্থাৎ যে শরণার্থী যে দেশ থেকে এসেছে সেই দেশের নথিতে কোন্ ধর্মের উল্লেখ আছে তার কাগজপত্র দেখাতে হবে৷ এখন প্রশ্ণ যারা প্রাণভয়ে অত্যাচারিত হয়ে এক কাপড়ে চলে এসেছে তারা ধর্মের প্রমাণ দেখাবে কী করে?’ আমরা বাঙালী কেন্দ্রীয় কমিটির সদস্য জয়ন্ত দাশ বলেন---ঝুলি থেকে বেড়াল বের হচ্ছে৷ যারা নাগরিকত্ব পাওয়ার আশায় সি.এ.এ. নিয়ে লাফাচ্ছে তারা বুঝবে সি.এ.এ. নাগরিকত্ব সংশোধনের আইন নয়৷ বিদেশী তক্মা দেওয়ার আইন৷