বিদ্যাদিবস

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১০ই ফেব্রুয়ারী বিদ্যাদিবস উপলক্ষ্যে আনন্দনগর হাইস্কুলের ছাত্ররা প্রভাতসঙ্গীত পরিবেশন করে ও তাদের উদ্যোগে পরে অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ আচার্য শুভপ্রসন্নানন্দ অবধূত প্রভাত সঙ্গীত, অখণ্ড কীর্ত্তন পরিচালনা করেন৷ হাইস্কুলের প্রিন্সিপ্যাল আচার্য বিবেকানন্দ অবধূত বিদ্যাদিবসের তাৎপর্য ও বিদ্যার্থীদের কর্তব্য সম্পর্কে আলোচনা করেন৷ এদিনের অনুষ্ঠানের সামগ্রিক ব্যবস্থাপনায় ছিলেন আচার্য প্রত্যগাত্মানন্দ অবধূত৷

চিতমু গ্রামের জাগৃতি ভবনেও গ্রামের সমস্ত আনন্দমার্গীদের উপস্থিতিতে অখণ্ড কীর্ত্তনের আয়োজন করা হয়৷ এখানে বিদ্যাদিবসের তাৎপর্যের ওপরে বক্তব্য রাখেন আচার্য মুক্তানন্দ অবধূত৷