বিদ্যাসাগর মূর্ত্তি ভাঙার প্রতিবাদে সরব বাঙলাদেশও

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গোটাদেশের সঙ্গে পার্শ্ববর্তী বাঙলাদেশও প্রতিবাদে সরব হয়েছে বিদ্যাসাগরের মূর্ত্তি ভাঙায়৷ প্রসঙ্গতঃ স্মরণীয় বাঙলাভাষার অধিকার  রক্ষার আন্দোলনই স্বাধীন বাঙলাদেশ রাষ্ট্রের জন্ম দিয়েছে৷ বাঙলা ভাষা ও সংস্কৃতির  ওপর আক্রমণ  সেই বাঙলাদেশের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়৷ বাঙলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক সংঘটন  ঢাকা, চট্টগ্রাম প্রভৃতি শহরে  প্রতিবাদে সরব হয়ে ওঠে৷ বাংলাদেশের জাতীয় অধ্যাপক আনিসুজ্জমান সহ বহু বিশিষ্টজন বিদ্যাসাগরের মূর্ত্তিভাঙার তীব্র নিন্দা করেন ও অবিলম্বে  দুষৃকতীদের চিহ্ণিত করে কঠোর শাস্তির দাবী করেন৷