বিদ্যাসাগরের  জন্মদিনে ‘আমরা বাঙালী’র দাবী

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৬শে সেপ্ঢেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মদিবসে শ্যামবাজার মেট্রো ষ্টেশনের সামনে ‘আমরা বাঙালী’ বিদ্যাসাগর স্মরণে একটি সভা করে৷ সভায়  বিভিন্ন বক্তা বক্তব্য রাখতে  গিয়ে বলেন--- বিদ্যাসাগরের শহর  থেকেই  বাংলা হারিয়ে যাচ্ছে৷ হিন্দি আগ্রাসনে বাংলার নাভিশ্বাস  উঠেছে৷ কলকাতা শহরকেই আজ অবাঙালীয়া গ্রাস করে নিয়েছে৷ বাঙলাদেশী অনুপ্রবেশের গল্প ফেঁদে দলে দলে  অবাঙালীরা পশ্চিম বাঙলায় অনুপ্রবেশ করছে৷ রাজ্য সরকার মুখে  বাংলা প্রেম দেখালেও হিন্দী বিশ্ববিদ্যালয় খুলে  অবাঙালী তোষণ করে চলেছে৷ এন.আর.সি নিয়ে কেন্দ্রের ও অসম সরকারের ভূমিকার তীব্র ক্ষোভ প্রকাশ করেন ‘আমরা বাঙালী’ নেতৃবৃন্দ৷ সভায় বক্তব্য রাখেন  কেন্দ্রীয় সচিব বকুল রায় যুব নেতা তপময় বিশ্বাস, ত্রিপুরা থেকে আগত রঞ্জিত বিশ্বাস প্রমুখ৷ এ দিন সল্টলেকে  সেক্টর  চারে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন আমরা বাঙালীর নেতৃবৃন্দ৷