বিদ্যাসাগরের মূর্ত্তি  ভাঙ্গার প্রতিবাদে ‘আমরা বাঙালী’র ধিক্কার মিছিল

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কলকাতা ঃ গত ১৪ই মে বিজেপির  সভাপতি অমিত শাহর রোড শো-কে কেন্দ্র করে উঃ কলকাতায় বিজেপি ও টি.এম.সি-র মধ্যে বিভিন্ন জায়গায়  প্রচণ্ড সংঘর্ষ হয়৷ শুধু তাই নয় দুষৃকতীরা বিদ্যাসাগর  কলেজে  ঢুকে নবজাগরণের  পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্ত্তি ভেঙে দেয়৷ ‘আমরা বাঙালী’ এই ঘটনার তীব্র নিন্দা করে৷ ১৫ই মে বেলা ৪.৩০ মি. শ্রদ্ধানন্দ পার্ক থেকে  ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে  এক প্রতিবাদ মিছিল বের হয়৷ মিছিলটি  কলেজ স্কোয়ারে এলে এখানে বিদ্যাসাগরের মূর্ত্তির পাদদেশে এক পথসভার আয়োজন করা হয়৷ উক্ত পথসভায় বক্তব্য রাখেন  কেন্দ্রীয় সচিব বকুলচন্দ্র রায়, কেন্দ্রীয় প্রকাশন সচিব উজ্জ্বল ঘোষ ও সংস্কৃতিক সচিব রবীন্দ্রনাথ সেন৷ প্রতিবাদ সভার পর বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করেন কেন্দ্রীয় সচিব বকুল চন্দ্র রায়, প্রকাশন সচিব উজ্জ্বল ঘোষ  ও বাঙালী মহিলা সমাজের  পক্ষ থেকে শ্রীমতী অনিতা চন্দ ও বর্র্ণলী রায়৷  এরপর  মিছিল কলেজ স্কোয়ার  থেকে বের হয়ে কলেজ স্ট্রীট ধরে আস্তে আস্তে বিদ্যাসাগর কলেজে  পৌছায়৷ বিদ্যাসাগর কলেজের সামনেও পথসভার  ব্যবস্থা  করা হয়৷ উক্ত  সভায়ও বক্তব্য রাখেন --- বকুলচন্দ্র রায়, উজ্জ্বল ঘোষ, রবীন্দ্রনাথ সেন ও অনিতাচন্দ৷ এরপর কলেজের ভিতরে বিদ্যাসাগরের ভগ্ণ মূর্ত্তিটির দেখে  উপস্থিত সবাই ক্ষোভে ফেটে পড়ে ও বিদ্যাসাগরের মত মহান মনীষীর মূর্ত্তি ভাঙ্গার ঘটনার  তীব্র নিন্দা করেন৷