বিদ্যুতের খুঁটি চুরির ‘শাস্তি’! নিজের গ্রামে ২০০ গাছ পুঁততে হবে, নির্দেশ ওড়িশা হাইকোর্টের

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

বিদ্যুতের খুঁটি চুরি করার অভিযোগে এক যুবককে অভিনব ‘শাস্তি’ দিল ওড়িশা হাই কোর্ট৷ যুবককে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে আদালত৷ বিচারপতির নির্দেশ, আগামী দু’বছরের মধ্যে নিজের গ্রামে ২০০ গাছ পুঁততে হবে৷

গত বছরের ২৫ ডিসেম্বর মানস আতি নামে এক যুবকের বিরুদ্ধে ছ’টি বিদ্যুতের খুঁটি চুরির অভিযোগ ওঠে৷ যেগুলির আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা৷ লক্ষাধিক টাকার বিদ্যুতের খুঁটি চুরি হতেই শোরগোল পড়ে যায় বিদ্যুৎ দফতরে৷ পুলিশে অভিযোগ দায়ের হয়৷ তদন্তে নেমে মানস আতিকে গ্রেফতার করে পুলিশ৷

গত সোমবার হাই কোর্টে সেই মামলার শুনানি ছিল৷ জামিনের আবেদন করেন অভিযুক্ত৷ বিচারপতি এসকে পানিগ্রাহী মানসের জামিন শর্তসাপেক্ষে মঞ্জুর করেন৷ মানসকে শর্ত দেওয়া হয়, আগামী দিনে যে কোনও অপরাধমূলক কাজ থেকে বিরত থাকতে হবে৷ তবে তাঁকে জামিনের পাশাপাশি ‘শাস্তি’ও দেয় আদালত৷ বিচারপতি নির্দেশ দেন, গ্রামে সবুজায়নের কাজ করতে হবে৷ দু’বছরের মধ্যে গ্রাম জুড়ে নানা ধরনের ২০০টি গাছ পুঁততে হবে৷ জায়গাও নির্দিষ্ট করে দিয়েছে আদালত৷ মানসকে নির্দেশ দেওয়া হয়েছে, সরকারি এবং ব্যক্তিগত জমিতেও এই গাছ বসানো যেতে পারে৷ তবে স্থানীয় থানা, বন দফতর এবং রাজস্ব দফতরের আধিকারিকদের সাহায্য নিতে হবে৷ এই উদ্দেশ্যকে সফল করতে জেলা নার্সারিকে গাছ সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ গাছগুলি কোথায় বসাতে হবে রাজস্ব দফতরকে সেই জায়গা চিহ্ণিত করতে নির্দেশ দেওয়া হয়েছে৷