বিহার নির্বাচনে ক্ষমতা ধরে রাখলো এন.ডি.এ৷ তবে ১৫ বছরের মুখ্যমন্ত্রী ও সাড়ে ছয় বছরের প্রধানমন্ত্রীর সঙ্গে পাল্লা দিয়ে আর.জে.ডির তরুণ নেতা তেজস্বী যাদব একক বৃহত্তম দল হয়ে নৈতিক জয় অর্জন করেছে৷ বিজেপি দ্বিতীয় স্থানে ও নীতিশের দল তিন নম্বরে নেমে গেছে৷ যা নীতিশের শাসনকালের ব্যর্থতা বলেই রাজনৈতিক মহল মনে করছে৷
লোকজনশক্তির চিরাগ পাশোয়ান জোটের মুখ্যমন্ত্রী নীতিশের বিরুদ্ধে অভিযোগ তুলে জোট ছাড়েন৷ তিনি এককভাবে লড়ে মাত্র একটি আসনে জয়লাভ করে৷ রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন বিজেপি কৌশলে চিরাগকে কাজে লাগিয়ে নীতিশকে ডুবিয়ে দিয়ে এক ঢিলে দুই পাখী মারলো৷ চিরাগ একটিমাত্র আসন নিয়ে বিজেপির কাছে অপ্রয়োজনীয় হয়ে গেল৷ এবার বিজেপি নীতিশ ও বিরোধী দল ভেঙে এককভাবে ক্ষমতা অর্জনের দিকে এগোবে৷ যদিও প্রথম পর্যায় নীতিশকেই মুখ্যমন্ত্রী করতে চাইবে৷ নতুবা নীতিশ বিজেপি কে ছেড়ে পুরোনো জোটসঙ্গী আর.জেডির সঙ্গে হাত মেলালে বিজেপির সব পরিকল্পনা মাটি হয়ে যাবে৷ এখন দেখার নীতিশ বিজেপির হাতের পুতুল মুখ্যমন্ত্রী হবে, নাকী এন.ডি.এ ছেড়ে পুরনো জোটে ফিরে যাবে৷