বিজেপি বিরোধী জোট গড়তে নবান্নে মমতা-চন্দ্রবাবু বৈঠক

সংবাদদাতা
পি.এন.এ,
সময়

কলকাতা ঃ কেন্দ্রের আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার লক্ষ্যে গত ১৯শে নভেম্বর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক হয়৷ বিরোধী জোটের ‘মুখ’ বিশেষ কাউকে তুলে না ধরে ‘সবাই এই মহাজোটের মুখ’ বললেন দুই বর্ষীয়ান রাজনৈতিক নেতৃত্ব৷ বলা বাহুল্য  এইভাবেই তাঁরা জোট সম্পর্কীয় বিতর্কিত বিষয়গুলিকে পেছনে রেখে সকলে একসঙ্গে এগিয়ে চলার নীতির ইঙ্গিত দিলেন৷ তাঁরা বলেন, বিজেপি-বিরোধী জোট জয়ী হলে তারপর নির্ণিত হবে কাকে নেতা বা নেত্রী মেনে নেওয়া হবে৷ প্রথমে সবার সাধারণ লক্ষ্য হবে বিজেপিকে হঠানো৷ কারণ দেশে মূল্যবৃদ্ধি ও মুদ্রাষ্ফীতি বৃদ্ধি পাচ্ছে সমানতালে৷ সংখ্যালঘু, দলিতসহ সমাজের বিভিন্ন স্তরের লোকজনের প্রতি অসহিষ্ণুতা অসহনীয় হয়ে উঠেছে৷ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে চলেছে৷ এ অবস্থায় দেশ বাঁচাতে আগে এই সাম্প্রদায়িক শক্তিকে হঠাতে হবে৷ এই যৌথ লক্ষ্য নিয়েই বিরোধীরা এগুচ্ছে৷

আগামী ১৯শে জানুয়ারী তৃণমূলের ডাকা ব্রিগেড সমাবেশে টিডিপি প্রধান চন্দ্রবাবু যোগদান করবেন বলে জানিয়েছেন৷