বিজেপি শাসিত রাজ্যে বুলডোজার বিচার শীর্ষ আদালতের তীব্র ভর্ৎসনা

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত কয়েক বছরে বুলডোজার বিচারকে সুবিচারের রোল মডেল বানিয়েছিল গণতন্ত্রের ঘাতক উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ আদিত্যনাথকে অনুসরণ করে আরও কয়েকটি বিজেপি শাসিত রাজ্য বুলডোজারকেই বিচারের মডেল করেছে৷

গত ১৩ই নভেম্বর বেশ কিছু আবেদনের ভিত্তিতে সুপ্রিমকোর্ট বিজেপি শাসিত রাজ্যগুলিকে গণতন্ত্রের পাঠ দিল তীব্র ভর্ৎসনা করে৷ বিচার ব্যবস্থার সঙ্গে সরকার ও প্রশাসনের পার্থক্যটাও বুঝিয়ে দিলেন শীর্ষ আদালতের দুই বিচারক৷ বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে.ভি বিশ্বনাথন বলেন--- সংবিধান সরকার ও প্রশাসনকে বিচার করার অধিকার দেয়নি৷ তাই সরকার কাউকেই দোষী ঘোষনা করতে পারে না৷ সেই অধিকার দেওয়ার আছে বিচার বিভাগের ওপর৷ অপরাধের বিচার করবে বিচার বিভাগ৷ দুই বিচারপতি বলেন--- কোন কাঠামো বুলডোজার দিয়ে সরকার ইচ্ছামত ভাঙতে পারে না৷ বিচারের অনেকগুলি পদ্ধতি আছে৷ সব পদ্ধতি পার হয়ে বুলডোজার ব্যবহার  করা যেতে পারে৷ তাও রাতারাতি কাউকেই গৃহহীন করে দেওয়া যায় না৷ বিচারপতি বিশ্বনাথন বলেন দেখা যাচ্ছে শুধু একটি বিশেষ সম্পত্তি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, অথচ ওই ধরণের অন্য সম্পত্তিতে হাত দেওয়া হয় না৷ তাই শুধু বে-আইনি কাঠামো বলে কারও বাড়ি ভাঙা হয়নে৷ অন্য কোন উদ্দেশ্য আছে বুলডোজার বিচারের৷ সরকার যদি কাউকে দোষী সাব্যস্ত করেই তার বাড়ি ভেঙে দেয় তবে বুঝতে হবে রাজ্যে আইনের শাসন নেই৷ সরকারী অধিকারিকদেরও সতর্ক করে দেয় সুপ্রিম কোট৷প্রশাসন পুলিশ যে কেউ অবৈধভাবে বুলডোজার বিচারের সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে৷