সংবাদদাতা
পি.এন.এ.
সময়
বিজ্ঞান চর্র্চয় বিশ্বের ১০০---এর তালিকায় প্রবেশ করলো কলিকাতা৷ এর আগে ভারতের একমাত্র বেঙ্গালুরু ১০০ এর তালিকায় ছিল৷ তবে বেঙ্গালুরু গতবারের ৯৩ স্থান থেকে চারধাপ নেমে এবারে ৯৭ এ৷ গতবারে কলকাতার স্থান ছিল ১২১এ৷ এবার সেখান থেকে উঠে এসেছে ৯৯ স্থানে
বিশ্বের ৮২টি বিজ্ঞান পত্রিকা ৫৮ টি বিজ্ঞান গবেষকের প্রতিবেদন ও ৬ হাজার বিশিষ্ট বৈজ্ঞানিকের অনুমোদনের পর নেচারস ইনডেক্স এই তালিকা তৈরী করে৷