বিজ্ঞান পুরষ্কারে  বাঙালীর সাফল্য

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

শান্তিস্বরূপ ভাটনগর পুরষ্কারে  এবছরও বাঙালী বিজ্ঞানীদের জয়জয়কার৷ প্রতিবছর বিজ্ঞানের ৭টি বিভাগে ১৪জনকে এই পুরষ্কার দেওয়া হয়৷ গত বছর ছয়জন বঙ্গ-সন্তান এই পুরষ্কার পেয়েছিলেন৷ এ বছর  সংখ্যাটা সাত৷

ভূবিদ্যা, জীববিদ্যা, রসায়ণবিদ্যা,পদার্থবিদ্যা, গণিত, চিকিৎসা ও ইঞ্জিনিয়ারিং এই সাত বিভাগে ১৪ জন বিজ্ঞানীকে পুরষৃকত করা হয়৷ এ বছর ১৪ জনের মধ্যে সাত জনই বাঙালী বিজ্ঞানী৷ চিকিৎসা বিদ্যায় কোন বাঙালী নেই, তবে ভূবিদ্যায় পুরষ্কার প্রাপক দুইজনই বাঙালী৷

 এদের একজন খড়গপুর আই আইটির  প্রফেসর অভিজিৎ মুখোপাধ্যায় ও বম্বে আই আইটির অধ্যাপক সূর্যেন্দু দত্ত৷ গণিত বিভাগে রজত শুভ্র হাজরা,তিনি ইণ্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে শিক্ষকতা করেন৷ রসায়ণে পুরষ্কার পেয়েছেন জ্যোতির্ময়া দাশ, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক হুগলীর ছেলে সুরজিৎ ধাড়া, জীববিদ্যায় শুভদীপ চট্টোপাধ্যায় ও ইঞ্জিনিয়ারিং এ কিংশুক দাশগুপ্ত৷