বিজয়া দশমী উদযাপন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বিজয়া দশমী উপলক্ষ্যে ২৯/১০/২৩ রবিবার কৃষ্ণনগর ‘মধূপর্ণায়’ সন্ধ্যে ৬টা থেকে প্রভাত সঙ্গীত , মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম কীর্ত্তন পরিচালনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন--- বিশিষ্ট মার্গী বোন তাপসী মুখার্জী৷ তারপর শুরু মিলিত সাধনা গুরুপূজা স্বাধ্যায়৷ বিজয়ী দশমীর তাৎপর্য বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট তাত্ত্বিক শ্রীপ্রথম দত্ত৷ এরপর বিজয়া দশমী উপলক্ষ্যে উপস্থিত সকলের মধ্যে পরস্পর নমস্কার বিনিময় হয়৷ কৃষ্ণনগর ইয়ূনিট সেক্রেটারী আনন্দ মণ্ডল ও প্রথম দত্ত সবাইকে নারকেল নারু সব অন্যান্য মিষ্টান্ন দিয়ে আপ্যায়িত করেন৷