বিজয়া সম্মিলনী

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১০ই নভেম্বর ‘আমরা বাঙালী’ কেন্দ্রীয় কার্যালয় ২নম্বর বল্লভ স্ট্রীটে শারদ উৎসব উপলক্ষ্যে বিজয়াসম্মিলনী অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানের সূচনায় সম্মিলিত সঙ্গীত পরিবেশন করেন উপস্থিত নেতা ও কর্মীগণ৷ কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিন্‌হা একটি স্বরচিত কবিতা পাঠ করেন৷ হিতাংশু ব্যানার্জী রবীঠাকুরের সুপ্রভাত কবিতা ও একটি স্বরচিত কবিতা পাঠ করেন৷ এরপর বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংঘটনিক সচিব জয়ন্ত দাস, মোহন অধিকারী, অরূপ মজুমদার, গোপাল রায়  চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ৷ বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করে ‘আমরা বাঙালী দায়িত্ব কর্তব্য সম্পর্কে কর্মীদের সচেতন করেন৷ আগামী দিনে আমরা বাঙালী রাজ্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে বলে জানান কেন্দ্রীয় সংঘটন সচিব জয়ন্ত দাশ৷ কলকাতা জেলা সচিব হিতাংশু ব্যানার্জী আগামী দিনের কর্মসূচী ঘোষণা করে করেন৷