সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৮ই আগষ্ট অসমের বরাক বঙ্গের হাইলাকান্দি জেলার বিলাইপুরে বিশিষ্ট আনন্দমার্গী নীরেন পালের বাড়ীতে তিন ঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত পরিবেশিত হয়৷ এরপর তিনঘন্টা ‘ৰাৰা নাম কেবলম্’ মহানাম মন্ত্র কীর্ত্তন পরিবেশিত হয়৷ কীর্ত্তন ও মিলিত ঈশ্বরপ্রণিধানের পর কীর্ত্তন ও আনন্দমার্গ দর্শনের বিভিন্ন দিক ব্যাখ্যা করে বক্তব্য রাখেন প্রবীণ আনন্দমার্গী সুবোধ দাশ, শিলচর ভুক্তিপ্রধান তাপস রায় (পান্নাদা), আচার্য পূর্ণব্রতানন্দ অবধূত, বিবেক ব্রহ্মচারী প্রমুখ৷ কীর্ত্তন শেষে নারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হাইলাকান্দি ডিটএস আচার্য মহিতোষ ব্রহ্মচারী৷ এই কীর্ত্তন উপলক্ষ্যে বরাকবঙ্গের শিলচর হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্তের মার্গী ভাই-বোন ও বহু সাধারণ মানুষ সমবেত হয়েছিলেন নীরেন পালের বাসগৃহে৷