এবারে সল্টলেক সেন্ট্রাল পার্কে ৩১শে জানুয়ারী থেকে ১১ই ফেব্রুয়ারী পর্যন্ত আয়োজিত বইমেলায় আনন্দমার্গ পাবলিকেশনে বেশ ভিড় হয়েছিল৷ বলা বাহুল্য, এখানে মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তি রচিত ‘আনন্দমার্গ দর্শনে’র ওপর, শিব ও কৃষ্ণের ওপর বই, যোগ ও তন্ত্রের ওপর বই, দ্রব্যগুণ ও যৌগিক চিকিৎসার ওপর বই, শ্রীপ্রভাতরঞ্জন সরকার রচিত ‘কণিকায় প্রাউট’ সিরিজ, ‘প্রাউটের রূপরেখা’, ‘বাংলা ও বাঙালী’ বইগুলির প্রভৃতি প্রতি পাঠকদের বিশেষ আকর্ষণ পরিলক্ষিত হয়৷ মার্গগুরুদেবের জীবনীর ওপরও তাঁর অবদানের ওপর বিভিন্ন জনের লেখা বইগুলিরও চাহিদা ভালই ছিল৷
আনন্দমার্গের ষ্টলে এসে দর্শন, সাহিত্য, ভাষাবিজ্ঞান, চিকিৎসা ও আনন্দমার্গের সাধনা সম্পর্কেও আগ্রহ প্রকাশ করেছেন ও শিখতে চেয়েছেন৷
যাইহোক, আনন্দমার্গের বইয়ের এই জনপ্রিয়তা দেখে বোঝা গেল, আনন্দমার্গের প্রতি ও প্রাউটের প্রতি মানুষের আগ্রহ ক্রমশই বেড়ে চলেছে৷