বিনামূল্যে রেশন নয় কর্মসংস্থানের ব্যবস্থা করুক সরকারকে চরমবার্তা শীর্ষ আদালতের

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

২০১৪ সালে নির্বাচনী প্রচারে নরেন মোদির প্রতিশ্রুতি ছিল বছর ২কোটি চাকরীর৷ নির্বাচনে জয়লাভের পর উঁচু গলায় মোদি বলেছিলেন---আচ্ছা দিন এসে গেছে৷ দশবছর পার করে তৃতীয়বার ক্ষমতায় ফিরেছে মোদি, যদিও একক গোরিষ্ঠতা হারিয়েছে৷ কিন্তু দুকোটি চাকরী, আচ্ছা দিন দুটোই এখনও অধরা আমজনতার৷ মোদি জমানায় বেকারত্বের হার গত ৪৫ বছরের পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে৷ গত ৯ই নভেম্বর পরিযায়ী শ্রমিক সংক্রান্ত এক মামলার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত মন্তব্য করেন---কোভিডের সময় দরিদ্র মানুষের হাতে সাহায্য পৌঁছে দেওয়ার উদ্যোগ প্রশংসনীয় কিন্তু আর কতদিন এইভাবে বিনামূল্যে রেশন দেওয়া হবে৷ এতে সরকারের ঘাড়ে  বোঝা চাপছে৷ এইভাবে বিনামূল্যে রেশন না দিয়ে সরকার বরং  কর্মসংস্থানের ব্যবস্থা করুক৷ সরকারের উচিত নতুন নতুন কর্মসংস্থানের দিকে নজর দেওয়া৷

২০১৪ সালে প্রধানমন্ত্রী প্রথমবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসার সময় দেশে বেকারত্বের হার ছিল ৫.৪৪ শতাংশ দশবছরে  তা বেড়ে হয়েছে ৮ শতাংশ৷ ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত চাকরীর আবেদন জমা পড়ে ২২ কোটির বেশী কিন্তু নিয়োগের জন্যে মাত্র ৭ লক্ষ্যের কিছু বেশী নাম সুপারিশ করা হয়৷ কোভিডের সময়  পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি মামলার শুনানিতে গত ৯ই ডিসেম্বর বিচারপতি সূর্যকান্ত মিশ্র ও বিচারপতি মনমোহন মন্তব্য করেন বিনামূল্যে রেশন দেওয়ার পরিবর্তে কর্মসংস্থানের ব্যবস্থার দিকে সরকারের নজর দেওয়া উচিত