বিপন্ন গণতন্ত্র

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মোদী জমানায় কি ভারতের গণতন্ত্র বিপন্ন! সিবিআই বিচার বিভাগ অর্থাৎ আই প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ণ আগেই উঠেছে৷ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে৷ গণতান্ত্রিক রীতিনীতিকে উপেক্ষা করে গায়ের জোরে সংসদে কৃষি বিল পাশ হয়েছে৷ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদ মাধ্যমকে৷ সম্প্রতি ‘রিপোটার্স উইদাউট  বর্ডার্স’ বিশ্বের ১৮০ টি দেশের পরিস্থিতির ওপর একটি সমীক্ষা চালায়৷ ওই সমীক্ষায় যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতেই ভারত সম্পর্কে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে৷ সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিষয়ে ভারতের স্থান ১৪২ নম্বরে৷ ভারত খারাপ দেশগুলির গোত্রে রাশিয়া ব্রাজিল মেক্সিকোর সঙ্গে একই তালিকায় আছে৷

প্রতিবেদনে লক্ষ্যণীয় যে ভারতে সাংবাদিকদের বিপদের জন্যে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী ও তথাকথিত হিন্দুত্ববাদীদের দায়ী করা হয়েছে৷ প্রতিবেদনে বলা হয়েছে সরকারের সমালোচনা করলেই হিন্দুত্ববাদীরা সাংবাদিকদের দেশদ্রোহী বলে দেগে উঠছে৷ হিন্দুত্ববাদীরা এখন সাংবাদিকদের কাছে মূর্তিমান আতঙ্ক৷ এই কাজে প্রধানমন্ত্রীর নামও উল্লেখ করা হয়েছে৷---প্রধানমন্ত্রী সংবাদমাধ্যমেকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে রেখেছেন৷ এই প্রতিবেদনে পাকিস্তান ভারতের তিন ধাপ নীচে আছে৷ তবে নেপাল ও শ্রীলঙ্কা ভারতের  থেকে অনেক ভালো আছে৷