বিপত্তারিণী বোতাম!

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

এবারে পথে-ঘাটে মহিলাদের ওপর নির্র্যতন, চুরি-ছিনতাই, পথ-দুর্ঘটনা প্রভৃতি ইমার্জেন্সী ক্ষেত্রে পুলিশ বা বাড়ীর লোককে সঙ্গে সঙ্গে খবর দিতে গেলে সঙ্গে রাখা একটা বোতামে চাপ দিলেই চলবে৷ সঙ্গে সঙ্গে মুস্কিল আসান হবে৷ না, মোবাইল বের করে  অ্যাপ খুলে  ঠিক জায়গায় ক্লিক করা বা ফোন করার ঝামেলাও থাাকবে না৷ বিপদ বুঝলে সঙ্গে সঙ্গে পকেটে শার্টের কলারে বা কাছে সুবিধা মতো যে কোনোস্থানে সেঁটে রাখা  বোতামের মত ছোট্ট যন্ত্রটিতে চাপ দিলেই পুলিশ ও ঘরের লোক খবর পেয়ে যাবে ও ঠিক মত ঘটনাস্থল ও নির্র্ধরণ করে দ্রুত সেখানে পৌঁছে যেতে পারবে৷

মোবাইলের মাধ্যমে  খবর পাঠানোর থেকেও  এই ছোট্ট বোতামটি চাপ দেওয়া অনেক ক্ষেত্রে সুবিধাজনক৷  এমনি এক বিপত্তারিণী যন্ত্রের  ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার৷

রাজ্য পরিবহন ও দপ্তর ও কলকাতা পুলিশ  যৌথ উদ্যোগে নাগরিকদের নিরাপত্তার এই সুব্যবস্থা করা হবে৷  এটার নাম ব্লু টুথ লো এনার্জি বাটন, সংক্ষেপে  বি.এল.ই৷

মোবাইলে ডাউনলোড করা অ্যাপের সঙ্গে এটি লিঙ্ক করা থাকবে৷

আগামী মাসেই এই পরিষেবাটি পরিবহন দপ্তর থেকে  চালু করা হবে বলে ঘোষণা করা হয়েছে৷ এই বি.এল.ই বাটনটি (বোতামের মতই সাইজ) ৫০০-৬০০টাকার মধ্যে দোকান থেকে কিনতে পাওয়া যাবে৷ আমেরিকা থেকে কয়েকটি বি.এল.ই বাটন এনে পরীক্ষা করে দেখা গেছে-এটি ঠিক কাজ করছে ৷