বিপুল উদ্দীপনায় ‘আমরা বাঙালী’র মাতৃভাষা দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মাতৃভাষার মর্যাদা রাখতে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী উর্দু সাম্রাজ্যবাদী শাসকের বুলেটে ঢাকার রাজপথে লুটিয়ে পড়েছিলেন পাঁচ তরুণ---সফিউর, রফিক, বরকত, সালাম, জববর৷ মাতৃভাষার মর্যাদা রক্ষার সেই আন্দোলনই পরবর্তীকালে পূর্ব পাকিস্তানের অবলুপ্তি ঘটিয়ে স্বাধীন বাঙলাদেশ রাষ্ট্রের জন্ম দিয়েছে৷ তাই প্রতি বছর ২১শে ফেব্রুয়ারী এপার-ওপার দুই বাঙলার মানুষই শ্রদ্ধার সঙ্গে এই দিনটি ভাষা দিবস পালন করে৷১৯৯৯ সালে রাষ্ট্র সংঘ এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে৷

পশ্চিমবঙ্গ সহ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের আমরা বাঙালী সংগঠন মর্যাদার সঙ্গে দিনটি পালন করেন৷ ঢাকা ও শিলচরে নিহত ভাষা শহীদদের স্মরণ করে মাতৃভাষার মর্যাদা  রক্ষার শপথ গ্রহণ করেন৷ ওই দিন দুপুর ২-৩০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হাজরা পার্ক থেকে রাসবিহারী এ্যাভেনিউ হয়ে গড়িয়াহাটে পৌঁছায়৷ সেখানে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সচিব শ্রী বকুল চন্দ্র  রায়, উজ্জ্বল ঘোষ, কৌস্তভ সাহা, গোপা শীল প্রমুখ৷

উত্তর ২৪ পরগণার দমদম, বারাসত, ব্যারাকপুর, বণগাঁ, ভাটপাড়া, নৈহাটী, কল্যাণী প্রভৃতি স্থানেও মর্যাদার সঙ্গে নানা সাংস্কৃতিক অনুষ্ঠ‘ানের মাধ্যমে ‘আমরা বাঙালী‘ দিনটি পালন করে৷

পূর্ব ভাটপাড়া আদর্শ যুবক সংঘ ও শিশুতীর্থ শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দিনটি পালিত হয়৷ এখানে বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি ও আমরা বাঙালী কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী জয়ন্ত দাশ ও  রাণা শিশুতীর্থ শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি রাণা দেবদাস প্রমুখ৷

গয়েসপুর : এখানকার স্থানীয় উৎস বাচিক শিল্পচর্চা কেন্দ্রের পক্ষ থেকে এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়৷ বাঙালী ছাত্র যুব সমাজের পক্ষ থেকে এখানে উপস্থিত ছিলেন তপোময় বিশ্বাস ও শিল্পচর্চা কেন্দ্রের কর্তৃপক্ষ৷

মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের ভরতপুর ব্লকে সালার বাবলা গ্রামে ভাষা শহীদ বরকতের জন্মভূমি৷ এখানে তাঁর একটি মর্মর মূর্ত্তি প্রতিষ্ঠিত আছে৷ ‘আমরা বাঙালী’ জেলা সচিব শ্রী স্বপন মণ্ডলের উদ্যোগে এখানে যথাযোগ্য মর্যাদার সঙ্গে মাতৃভাষা দিবস পালন করা হয়৷ উপস্থিত ছিলেন নিতাই মণ্ডল, দিব্যেন্দু চৌধুরী প্রমুখ৷

উত্তরবঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার প্রভৃতি স্থানেও উদ্দীপনা ও মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হয়৷ দলেন রায়, খুশীরঞ্জন মণ্ডল, নীরোদ অধিকারী প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

হুগলী, চন্দননগর, চুঁচুড়াতেও আমরা বাঙালী জেলা কমিটির পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়৷ চন্দননগর তালডাঙ্গা মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা চন্দননগর স্ট্যাণ্ড হয়ে গঙ্গার তীরে ভাষা শহীদ মিনারে পৌঁছায়৷ সেখানে শহীদ মিনারে মাল্যদান করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান প্রবীণ আমরা বাঙালী নেতা নেতা শ্রী প্রভাত খাঁ, জেলা সচিব জ্যোতিবিকাশ সিনহা, মহাদেব কুণ্ডু প্রমুখ নেতৃবৃন্দ৷

হাওড়া : এই জেলার আন্দুলে আমরা বাঙালীর নেতৃবৃন্দ ভাষা শহীদ দিবস যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করেন৷ উপস্থিত ছিলেন শ্রী অর্ণব কুণ্ডু চউধুরী, গোপা শীল, রামচন্দ্র মান্না প্রমুখ নেতৃবৃন্দ৷