বিরাটিতে প্রাউটিষ্ট ছাত্র-যুব সম্মেলনে  দুর্নীতি ও শোষণমুক্ত সমাজ ঘটনের শপথ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৮ ও ৯ই এপ্রিল উত্তর ২৪ পরগণা জেলার বিরাটি মধুমালঞ্চ লজে ইয়ূনিবার্র্সল প্রাউটিষ্ট স্টুডেন্ট ফেডারেশন ও ইয়ূথ ফেডারেশনের দুইদিন ব্যাপী রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সম্মেলনে রাজ্যের প্রাউটিষ্ট ছাত্র ও যুব সমাজের শতাধিক কর্মী সমর্থক যোগ দেন৷

গত ৮ই এপ্রিল সকালে সম্মেলনের উদ্বোধন হয়৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাউটিষ্ট ইয়ূনির্বাসালের কেন্দ্রীয় সংঘটন সচিব আচার্য সুপ্রভানন্দ অবধূত, দিল্লী সেক্টরের মুখ্যসচিব আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত, সংঘটন সচিব আচার্য প্রমথেশানন্দ অবধূত,ফেডারেশন সচিব আচার্য অমৃতবোধানন্দ অবধূত, আচার্য সর্বজ্ঞানানন্দ অবধূত, আচার্য ত্রিগুণাতীতানন্দ অবধূত, জ্যোতিবিকাশ সিনহা প্রমুখ৷

অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবনেতা তপোময় বিশ্বাস৷ অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত ‘এ গান থামিবে না, এ দাবি দমিবে না’ পরিবেশন করেন আনন্দম-এর শিল্পীবৃন্দ৷ এরপর বর্তমান সামাজিক অর্থনৈতিক দুরবস্থা থেকে সমাজকে মুক্ত করতে প্রাউটিষ্টদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা  উল্লেখ করে উপস্থিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন৷ অপরাহ্ণে প্রাউটের সামাজিক অর্থনৈতিক পরিকল্পনা, শোষণ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে ছাত্র-যুব সমাজের ভূমিকা নিয়ে আলোচনা  করে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷

দ্বিতীয় দিন সকালে বিশিষ্ট প্রাউটিষ্ট আচার্য সুতীর্থানন্দ অবধূত  প্রাউটের অর্থনৈতিক পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে ও প্রাউটের বাস্তবায়নে ছাত্রযুব সমাজের গুরত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন৷ তাঁর আলোচনায় অনুপ্রাণিত হয়ে অনেকে এগিয়ে আসেন প্রাউটের অর্থনৈতিক পরিকল্পনার বাস্তব রূপায়নের দায়িত্ব নিতে৷ সবশেষে সাংঘটনিক পর্যালোচনা করে ছাত্র যুব সমাজের  রাজ্য কমিটি ঘটিত হয়৷ ইয়ূনিবার্র্সল প্রাউটিষ্ট যুব ফেডারেশনের রাজ্য সচিব নির্বাচিত হন অমর্ত্য কবিরাজ ও ইয়ূ.পি.এস.এফের রাজ্য কমিটির সচিব নির্বাচিত হন প্রশান্ত মাহাত৷ অপরাহ্ণে বিরাটি ষ্টেশন সংলগ্ণ নবাব মোড়ে প্রকাশ্য সভা অনুষ্ঠিত হয়৷ সভায় বক্তব্য রাখেন অর্পিতা মণ্ডল, খুশীরঞ্জন মণ্ডল ও তপোময় বিশ্বাস, বর্তমান দুর্নীতিগ্রস্ত আর্থ সামাজিক দুরাবস্থা থেকে সমাজকে মুক্ত করে আদর্শ মানব সমাজ ঘটনে ছাত্র-যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা৷