গত ৮ ও ৯ই এপ্রিল বীরভূম জেলার ইমাদপুর গ্রামের দুইদিনব্যাপী অখণ্ড কীর্ত্তন,ধর্মসভা ও প্রভাত সঙ্গীত অবলম্বনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ ভক্তিমণ্ডিত পরিবেশে ‘ৰাৰা নাম কেবলম’ কীর্ত্তনে অংশগ্রহণ করেন স্থানীয় গ্রামবাসীরা ও বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু ভক্ত আনন্দমার্গী৷ অখণ্ড কীর্ত্তনের পর মিলিত সাধনা গুরুপূজা ও স্বাধ্যায় পাঠ করা হয়৷ এরপর বক্তব্য রাখেন কৃষ্ণতত্ত্ব, গীতা মাহাত্ম্য ও ভাগবত ধর্ম নিয়ে বক্তব্য রাখেন প্রবীন সন্ন্যাসী আচার্য কাশীশ্বরানন্দ অবধূত ও আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত৷ প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য পরিবেশন করেন রাওয়ার শিল্পীবৃন্দ৷ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন শ্রী উদয়ন চ্যাটার্জী ও শ্রী জয়রাম মাহারা৷ সমগ্র অনুষ্ঠান বেশ কিছু ধর্মপ্রাণ পুরুষ ও মহিলা আনন্দমার্গের যোগসাধনা শেখেন৷ দুইদিন ব্যাপী এই অনুষ্ঠানটি স্থানীয় মার্গী ও দাদা-দিদিদের সহযোগিতায় নিপুন পরিচালনা করেন রেক্টর মাস্টার আচার্য সুধাব্রতানন্দ অবধূত৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়