গত ১২ই মার্চ বীরভূম জেলার মহম্মদ বাজার ব্লকের গণপুরে তিনঘন্টা মহানাম মন্ত্র ‘াা নাম কেবলম্ ‘অখণ্ড কীর্ত্তন’ অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে মিলিত ঈশ্বর প্রণিধানের পর আনন্দমার্গ দর্শন ও কীর্ত্তন মাহাত্মের ওপর বক্তব্য রাখেন আচার্য মিতাক্ষরানন্দ অবধূত ও আচার্য দেবোপমানন্দ অবধূত৷ অনুষ্ঠানের আয়োজন করেন ইয়ূনিট সেক্রেটারী অনন্ত চৌধুরী ও ডাঃ হরিকীঙ্কর চৌধুরী৷
১২ই মার্চ করলা গ্রামে ৩ ঘন্টা াা নাম কেবলম্ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন ও মিলিত সাধনার পর আনন্দমার্গ দর্শনের আধ্যাত্মিক ও সামাজিক বিষয়ে আলোচনা হয়৷ আলোচনা করেন অনন্ত মালাকার ও আচার্য প্রসূনানন্দ অবধূত৷ অনুষ্ঠানের আয়োজক ছিলেন রুবি গরাই৷
১৩ই মার্চ লোকপাড়া বালেশ্বরে তিনঘন্টা অখণ্ড কীর্ত্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ আলোচনা সভায় বক্তব্য রাখেন-নিতাই মণ্ডল, জীতেন মণ্ডল, অবধূতিকা আনন্দ প্রজ্ঞাধিশা আচার্র্য, আচার্য দেবপমানন্দ অবধূত, আচার্য মিতাক্ষরানন্দ অবধূত প্রমুখ৷ অনুষ্ঠানের আয়োজন করেন মনোজ ঘোষ৷