বীরভূমে অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৫শে নভেম্বর বীরভূম জেলার নানুর ব্লকের বেলগ্রামের বিশিষ্ট আনন্দমার্গী অমৃচন্দ্রদেবের বাসভবনে ‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এইদিন ছিল তাঁর স্ত্রীর প্রয়ান দিবস৷ কীর্ত্তন ও মিলিত সাধনার পর আনন্দমার্গ দর্শন ও কীর্ত্তন বিষয়ে বক্তব্য রাখেন জেলার ভুক্তিপ্রধান মানবেন্দ্র ঘোষাল, হীরেন্দ্রনাথ গরাঞ ও অমৃতচন্দ্র দেব৷ এই উপলক্ষ্যে নারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল৷ জেলার মার্গীভাই বোন ছাড়াও বেশকিছু সাধারণ মানুষ অনুষ্ঠানে যোগ দেন৷

উঃদিনাজপুর ঃ গত ১৯শে নভেম্বর উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের লাওতাড়া গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী মানস সিংহের বাসভবনে তিনঘন্টা কীর্ত্তন ও তত্ত্বসভা অনুষ্ঠিত হয়৷

ঝাড়খণ্ড ঃ ঝাড়খণ্ডের সিংভূমের বোরাম ব্লকের পাহাড়পুর গ্রামে বিশিষ্ট আনন্দমার্গী অরুণ মাহাতোর বাসভবনে গত ৯ ও ১০ই নভেম্বর, ২৪ ঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত ও তত্ত্বসভা অনুষ্ঠিত হয়৷ ১০ই নভেম্বর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল৷

গত ২১শে নভেম্বর,ঝাড়খণ্ডের সিলিতে ৬ঘন্টা অখণ্ড কীর্ত্তন ও তত্ত্বসভা অনুষ্ঠিত হয়৷