বীরভূম জেলার ময়ূরেশ্বর ব্লকের অন্তর্গত আমড়া গ্রামে গত ৫ই নভেম্বর প্রভাত সঙ্গীত অবলম্বনে এক মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এই অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী প্রভাত সঙ্গীত ও প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য পরিবেশন করেন৷ প্রভাত সঙ্গীত অবলম্বনে পরিবেশিত নৃত্যনাট্য ‘‘প্রণাম তোমায় সদাশিব’’, সবাইকে বিশেষভাবে মুগ্দ করে দেয়৷ এই সাংসৃকতিক অনুষ্ঠানটি পরিবেশন করেন বোলপুরের ‘রাওয়া’ শিল্পীবৃন্দ৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করে কেশব সিংহ (ভুক্তিপ্রধান)৷
প্রভাত সঙ্গীত অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে ‘প্রভাত সঙ্গীত ও তার বৈশিষ্ট্য ও তার সাথে শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর বহুমুখী অবদানের ওপর বক্তব্য রাখেন আচার্য প্রসূনানন্দ অবধূত৷ তিনি বলেন, শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী একাধারে ধর্মগুরু, দার্শনিক, যুগান্তকারী সামাজিক অর্থনৈতিক তত্ত্ব ‘প্রাউটে’র প্রবক্তা, নব্যমানবতাবাদ ভিত্তিক শিক্ষাব্যবস্থার প্রবর্তক, ভাষাবিজ্ঞানী, প্রভাত সঙ্গীতের (৫০১৮) স্রষ্টা ও সুরকার, বিশ্বজোড়া বহুমুখী সেবাযজ্ঞের পুরোধা৷ সমাজের এমন কোনো সমস্যা নেই যে সমস্যার সমাধানের পথ তিনি দেখাননি৷
সভার সভাপতি ছিলেন শ্রী মানবেন্দ্র ঘোষাল৷ তিনি আনন্দমার্গের সর্র্বঙ্গসুন্দর সর্বপ্রকার শোষণমুক্ত সমাজ আন্দোলনে সবাইকে সামিল হতে আহ্বান জানান৷