বীরভূমের ইমাদপুরে ২৪ঘন্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বীরভূম জেলার ইমাদপুরে গত ৯ই,১০ই এপ্রিল ২৪ ঘন্টাব্যাপী অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনানুষ্ঠানে বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে  আনন্দমার্গী ভক্তবৃন্দ যোগদান করেন৷ ১০ই এপ্রিল কীর্ত্তন শেষে সমবেত ধ্যান, গুরুপূজা ও স্বাধ্যায় পাঠ করা হয়৷ কীর্ত্তন শেষে শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর দর্শন, সাধনা ও কীর্ত্তন মহিমা সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত ও আচার্য কর্মেশানন্দ অবধূত৷

সন্ধ্যায় আয়োজিত-সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন কুমারী চিরশ্রী মেহরা, উদয়ন ও বিভিন্ন রাওয়ার শিল্পীবৃন্দ৷ প্রভাত সঙ্গীত আবৃত্তি পরিবেশন করেন সংস্কৃত ভাষায় কুমারী সৃজনী চট্টোপাধ্যায় ও বাংলাভাষায় অর্পিতা চট্টোপাধ্যায়৷ আনন্দমার্গ স্কুলের ছেলেমেয়েরা প্রভাত সঙ্গীত অবলম্বনে ‘কৃষ্ণলীলা’ নৃত্যনাট্য পরিবেশন করে দর্শকদের  মুগ্দ করেন৷ নৃত্য  নির্দেশনায় ছিলেন কুমারী চিরশ্রী মেহরা৷

সমস্ত অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালন করেন কুমারী কমলিকা ঘোষ৷ ১৮ই এপ্রিল লোকপাড়ায় মনোজ ঘোসের বাড়ীতে ৩ঘন্টাব্যাপী অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷