বীরভূমের ইন্দাসে পদার্পণ দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৬ই ফেব্রুয়ারী বীরভূম জেলার ইন্দাস গ্রামে, ৰাৰা, ভগবান শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী পদার্পণ দিবস অনুষ্ঠান উপলক্ষ্যে নগর কীর্ত্তন পাঞ্চজন্যের পর তিনঘন্টা অষ্টাক্ষরী সিদ্ধমন্ত্র ‘‘ৰাৰা নাম কেবলম্‌’’ কীর্ত্তন ও তারপর মিলিত সাধনা হয়৷ এছাড়াও প্রভাত সঙ্গীত ও প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য, কম্বল বিতরণ, দরিদ্র নারায়ণ সেবা এই অনুষ্ঠান করা হয়৷ বীরভূম জেলার সমস্ত সন্ন্যাসী দাদা, দিদি, মার্গী ভাইবোন উপস্থিত হয়েছিলেন৷ ৰাৰা পরমপুরুষ ভগবান শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী কৃপা করে ১৯৫৭ সালের ১৬ই ফেব্রুয়ারী গরুর গাড়ীতে চেপে ইন্দাসে পদার্পণ করেছিলেন৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন বীরভূম জেলার ভুক্তিপ্রধান মানবেন্দ্র ঘোষাল৷