আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বসেরা দুই শতাংশ বিজ্ঞানীর একটি তালিকা প্রকাশ করেছে৷ ওই তালিকায় বাঙলার দুইজন বিজ্ঞানী রয়েছেন৷ সম্পর্কে স্বামী স্ত্রী ওই দুই বিজ্ঞানী হলেন সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় ও উজ্জ্বল মৌলিক৷ তাঁদের গবেষণার বিষয়বস্তু ছিল ‘‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ্যান্ড ইমেজ প্রসেসিং’’৷ সঙ্ঘমিত্রা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধিকর্ত্রী৷
উজ্জ্বল মৌলিক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষক৷ উজ্জ্বলবাবুর পাঠ শুরু নবদ্বীপ বকুলতলা হাইস্কুল থেকে, সেখান থেকে রহড়া রামকৃষ্ণ মিশন কলেজ হয়ে কলিকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়৷ সঙ্ঘমিত্রা দেবী প্রেসিডেন্সি কলেজ থেকে পদার্থবিজ্ঞান নিয়ে পাশ করে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছেন কলিকাতা বিশ্ববিদ্যালয় ও খড়গপুর আই আই টিতে৷পি.এন.এ ঃ আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বসেরা দুই শতাংশ বিজ্ঞানীর একটি তালিকা প্রকাশ করেছে৷ ওই তালিকায় বাঙলার দুইজন বিজ্ঞানী রয়েছেন৷ সম্পর্কে স্বামী স্ত্রী ওই দুই বিজ্ঞানী হলেন সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় ও উজ্জ্বল মৌলিক৷ তাঁদের গবেষণার বিষয়বস্তু ছিল ‘‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ্যান্ড ইমেজ প্রসেসিং’’৷ সঙ্ঘমিত্রা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধিকর্ত্রী৷
উজ্জ্বল মৌলিক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষক৷ উজ্জ্বলবাবুর পাঠ শুরু নবদ্বীপ বকুলতলা হাইস্কুল থেকে, সেখান থেকে রহড়া রামকৃষ্ণ মিশন কলেজ হয়ে কলিকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়৷ সঙ্ঘমিত্রা দেবী প্রেসিডেন্সি কলেজ থেকে পদার্থবিজ্ঞান নিয়ে পাশ করে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছেন কলিকাতা বিশ্ববিদ্যালয় ও খড়গপুর আই আই টিতে৷