সম্প্রতি বিশ্ব ক্ষুধাসূচকের এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে৷ প্রতিবেদনে ভারতের স্থান ১০১ নম্বরে৷ ২০২০ সালে ভারতের স্থান ছিল-৯৪৷ অর্থাৎ এক বছরে ভারত আরও সাত ধাপ নীচে নেমেছে৷ ভারতের উপরে রয়েছে পাকিস্তান ৯২ নম্বরে, বাংলাদেশ ৭৬ নম্বরে, নেপাল-৭৬ নম্বরে,মায়ানমার ৭১ নম্বরে৷
অপুষ্টিজনিত সমস্যা, শিশুদের মৃত্যুহার, পুষ্টিকর খাদ্যের অভাবে শিশুবৃদ্ধি ব্যাহত,শিশুস্বাস্থ্য, অর্থনৈতিক পরিস্থিতি ইত্যাদি বিচার করে ক্ষুধা সূচক তৈরী করে জার্র্মনির ‘ওয়েল্ট হাঙ্গার হিলফ’ ও আয়ারল্যাণ্ডের কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড যৌথভাবে৷ সূচকে চাইল্ড ওয়েষ্টিং রেটে অর্থাৎ অপুষ্টির কারণে উচ্চতা ও ওজনে ভারসাম্যহীন পাঁচবছরের শিশুদের সংখ্যা ভারতে সবথেকে বেশী৷
যথারীতি সবকা সাথ সবকা বিকাশের সরকার এই সূচক মানতে রাজী নয়৷ কেন্দ্রীয় সরকারের নারী ও শিশুকল্যাণ দপ্তর বিশ্বক্ষুধাসূচক প্রতিবেদনকে বিজ্ঞানসম্মত ও তথ্য নির্ভর নয় বলে বাতিল করেছে৷ বিরোধী পক্ষ্য অবশ্য বিশ্বক্ষুধা সূচকের প্রতিবেদনকে হাতিয়ার করে সরকারের বিরুদ্ধে প্রচারে নামার প্রস্তুতি নিচ্ছে৷