বিশ্ব পরিবেশ ধবংসের পথে

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

সম্প্রতি বিশ্ববিখ্যাত এক পত্রিকায় ১৮০ দেশ নিয়ে করা এক সমীক্ষায় জানা যায়---দূষণের নিরিখে ভারতবর্ষের স্থান ১৭৭ নম্বরে৷ খুবই আশঙ্কার খবর এটি৷ দূষণের মধ্যে ধরা হয়েছে প্রধানত বায়ু, শব্দ, জল আর সামগ্রিকভাবে পরিবেশের অন্যান্য উপাদান৷ দেশের বিরাট সংখ্যক মানুষ দারিদ্র্য আর অপুষ্টিতে ভুগছে৷ রোগ প্রতিরোধ করার ক্ষমতা তাদের তলানীতে৷ গোদের ওপর বিষফোঁড়ার   মতো যদি বাঁচার জন্য পানীয় জল আর বিশুদ্ধ বাতাসের অভাব ঘটে তাহলে অকালমৃত্যু আর রোগে ভুগে ক্ষয় হয়ে যাওয়া ছাড়া উপায় থাকে না৷ দূষণের কারণে আমাদের দেশে প্রতিবছর ২০ লক্ষ মানুষের মৃত্যু হয়৷ প্রায় ১৫ লক্ষ মানুষ বায়ু দূষনের ফলে ফুসফুসের  রোগ বা হাঁপানি জাতীয় রোগের শিকার৷ প্রায় ৫ লক্ষ মানুষের মৃত্যু হয় দূষণের ফলে৷