প্রতি বছরের ন্যায় এ বছরও সেরাম থ্যালাসেমিয়া প্রিভেশন ফেডারেশনের পক্ষ থেকে সপ্তাহব্যাপী থ্যালাসেমিয়া বিরোধী সচেতনতা পালন করা হয়৷
গত ৮ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে সংস্থার পক্ষ থেকে উত্তর কলকাতার পাঁচ মাথার সংযোগস্থলে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুরা বিভিন্ন সাংসৃকতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংঘটনের সম্পাদক সঞ্জীব আচার্য মহাশয় বলেন, বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে আমাদের অঙ্গীকার, রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ২০১৮ সালের মে, জুন, জুলাই মাসে নিখরচায় থ্যালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষার কর্মসূচী গ্রহণ করা৷ বাকি বছর ভর্তুকি মূল্যে (১০০টা) বাহক রক্ত পরীক্ষা করা হবে৷ ৮ই মে দুপুরে সংঘটনের অডিটেরিয়ামে থ্যালাসেমিয়া আক্রান্তদের অভিভাবকদের জন্যে নিখরচায় স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ প্রদানের কর্মসূচী সাফল্যের সঙ্গে সমাপন করা হয়৷ অনুষ্ঠানে আমন্ত্রিত ব্যষ্টিদের মধ্যে বহু গুণীজন উপস্থিত ছিলেন৷ বিভিন্ন সংঘটনের প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷