বিশ্বের অবস্থা আশঙ্কাজনক

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

সম্প্রতি ‘নেচার’ জার্নালে প্রকাশিত হয় একদল গবেষকের একটি বিবরণী৷  সেই বিবরণীতে প্রকাশ এই বিশ্বের অবস্থা খুবই আশঙ্কাজনক৷ জলবায়ু সমস্যা অত্যন্ত দ্রুতগতিতে বাড়ছে৷ অতি দ্রুত কোন ব্যবস্থা গ্রহণ না করলে --- যেভাবে দ্রুতগতিতে জলবায়ু সমস্যা বাড়ছে তাতে সহ্যের শেষ সীমা পৌঁছতে খুব বেশী সময় লাগবে না৷ গবেষক দলের অনুমান পৃথিবী একবার শেষ সীমায় পেরিয়ে গেলে আর ফেরার পথ থাকবে না৷ দুই মেরুতে ঢেকে থাকা বরফ দ্রুত গতিতে গলতে থাকবে৷ পৃথিবীর কিছু কিছু অংশ এমনই উষ্ণ হয়ে উঠবে যে সেখানে কোন প্রাণের সম্ভাবনাই থাকবে না৷