ব্যাঙ্ককে এশীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করলেন ভারতের কবিন্দর সিংহ বিস্ত (৫৬ কেজি),অমিত ফঙ্গাল (৫২কেজি) ও সনিয়া চাহাল (৫৭কেজি)৷
কবিন্দর সেমিফাইনালে ওঠার পথে হারান কাজাখস্তানের বিশ্ব চ্যাম্পিয়ণ কাইরাত ইয়েরালিয়েভকে৷ এই প্রতিযোগিতায় খেলোয়াড় জীবনে প্রথম পদক নিশ্চিত করলেন কবিন্দর৷ অমিতও হারান অলিম্পিক্স চ্যাম্পিয়ন হাসানবোয়ে দুসমাতভকে ৩-২ ফলে৷ ২০১৫ সালে এই প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছিলেন অমিত৷ কয়েক মাস আগেই প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন দুসমাতভকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জেতেন অমিত৷ তার আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালেও উজবেকিস্তানের বক্সারের বিরুদ্ধে লড়তে হয়েছিল অমিতকে৷ সেখানে অবশ্য ভারতীয় বক্সার হেরে গিয়েছিলেন৷
মেয়েদের বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী সনিয়া হারান দক্ষিণ কোরিয়ার জো সন হওয়া-কে৷ এছাড়া পুরুষদের বিভাগে শেষ চারে উঠেছেন জাতীয় চ্যাম্পিয়ন দীপক সিংহ (৪৯ কেজি)৷ তাঁকে অবশ্য রিংয়ে নামতেই হয়নি৷ তাঁর প্রতিপক্ষ আফগানিস্তানের রামিশ রহমানি চোটের কারণে ওয়াকওভার দেন দীপককে৷ তবে, বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী লভলিনা বরগহাইন (৬৯ কেজি) হেরে গিয়েছেন৷ তাঁকে প্রতিযোগিতা থেকে ছিটকে দিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন তাইওয়ানের চেন নিয়েন -চিন৷
এ দিন সবচেয়ে বেশি হইচই অবশ্য উঠল কবিন্দরের লড়াই নিয়ে৷ ফিনল্যাণ্ডে একটি প্রতিযোগিতায় সোনা জিতে ব্যাঙ্ককে রিংয়ে নেমেছিলেন তিনি৷ কঠিন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে পাল্লা দিয়ে লড়ে গিয়েছেন উত্তরাখণ্ডের বক্সার৷ প্রথম তিন মিনিটে অবশ্য বেশ কয়েক বার কবিন্দরকে ফাঁদে ফেলতে পেরেছিলেন ইয়েরালিয়েভ৷ তবে এর পরের দু’রাউন্ডে সেই সুযোগ আর দেননি কবিন্দর৷ ব্যর্থতার তালিকায় আছেন মেয়েদের বিভাগে সীমা পুনিয়া (৮১ কেজি)৷ তিনি হারেন চিনের ইয়াং জিয়াওলির বিরুদ্ধে৷ ব্যর্থ রোহিতটোকাসও (৬৪ কেজি)৷