বিশ্বকাপ ফাইনালের ব্যর্থতার রেষ এখনো কাটেনি ভারতীয় ক্রিকেট দলের

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

বিশ্বকাপ ফাইনালের হারের পর কেটে গেছে প্রায় একমাসেরও বেশি৷ কিন্তু ভারতের প্রথম সারির ক্রিকেটারেরা আবার নেমে পড়েছেন অনুশীলনে৷ দক্ষিণ আফ্রিকার প্রথমবার টেষ্ট সিরিজ জিততে মরিয়া তারা৷ প্রথম টেস্টের দু’দিন আগে কোচ রাহুল দ্রাবিড় স্পষ্ট জানিয়ে দিলেন, বিশ্বকাপ ফাইনালে হারের ব্যর্থতা আর তাড়া করছে না ভারতকে৷ দক্ষিণ আফ্রিকায় নতুন ইতিহাস লিখতে চান তাঁরা৷

গত ২৬শে ডিসেম্বর শুরু হয়েছে প্রথম টেষ্ট৷ তার দু’দিন আগে দ্রাবিড় বলেছিলেন--- ‘‘ফাইনাল আমাদের কাছে অতীত৷ হ্যাঁ, হতাশাজনক ছিল ব্যাপারটা৷ কিন্তু আমরা এগিয়ে গিয়েছি৷ এখন আমাদের সামনে নতুন কিছু রয়েছে৷ ক্রিকেটারেরাও সব পেরিয়ে এসেছে৷ ছোট বেলা থেকেই আমরা ভুল থেকে শিক্ষা নিতে শিখেছি৷ যেমন আউট হলেই সবাই হতাশ হয়৷ কিন্তু আরও একটা ইনিংস হাতে থাকে৷ পরের ম্যাচে প্রভাব ফেলবে৷ হ্যাঁ, ছেলেরা হতাশ ছিল৷ কিন্তু সব পেরিয়ে এখন আমরা সামনের তাকাতে চাই৷’’

দ্রাবিড় আরও জানান--- আমি কাউকে অনুপ্রাণিত করতে আসিনি৷ আমি চাই দলের পরিবেশ ঠিক থাকুক৷ ওরা ভাল করে অনুশীলন করুক৷ শারীরিক, মানসিক ও কৌশলগতভাবে ঠিক থাকুক৷ কোচ হিসেবে এটাই আমার আসল কাজ৷’’ ঈশান কিশন ছিটকে যাওয়ায় টেস্টে উইকেটকিপার হিসেবে কে এল রাহুল ও কোনা ভরতের মধ্যে বেছে নিতে হবে ভারতকে৷ দ্রাবিড়ের ইঙ্গিত, রাহুলই কিপিং করবে৷ বলেছেন, দু’জনের কিপারের মধ্যে বেছে নিতে হবে ভারতকে৷ দ্রাবিড়ের ইঙ্গিত, রাহুলই কিপিং করছে ওই করবে৷