ওয়েস্ট ইন্ডিজের আনিসা মহম্মদের উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার লিন ফুলস্টনকে পেরিয়ে গেলেন ভারতের ঝুলন গোস্বামী৷ বিশ্বকাপে লিনের ছিল ৩৯ টি উইকেটের এতকালের রেকর্ড৷ কিন্তু ঝুলন গোস্বামী এবারের বিশ্বকাপে নেওয়া ৪০ তম উইকেট সেই রেকর্ডকে ভেঙে এক নতুন বিশ্বরেকর্ডের সৃষ্টি করেছে৷ এটি ঝুলনের পঞ্চম বিশ্বকাপ ও ৩১তম ম্যাচ৷ এর মধ্যে এই বিশ্বরেকর্ড এক অসামান্য প্রাপ্তি ঝুলন গোস্বামীর৷ রেকর্ড গড়লেও কোনো উচ্ছ্বাস নেই, কারণ বিশ্বকাপ জিতলে আরও উৎসবের মরসুমের সৃষ্টি হতো ভারতীয় ক্রিকেট মহলে৷
বিশ্বকাপে সর্র্বেচ্চ উইকেট ধারী হয়েও বন্ধুমহল থেকে প্রাপ্ত খবর অনুযায়ী ঝুলন কোন উৎসব পালন করতে চাননা আর আগামী দিনেও করবেন না৷ তিনি আরও জানিয়েছেন, ‘শুরুতে এত খারাপ বোলিং করলাম কী করে! ম্যাচটা খুলে দিয়েছিলাম প্রায়৷’ বলেই দিল, বিজয়োৎসবের পরিকল্পনা নেই৷
ঝুলন দেবীর মায়ের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, তিনি বলেন--- ‘‘মেয়ে ফোনে বলেছিল ‘গত বৃহস্পতিবার আমরা দাঁড়িয়ে থেকে নিউজিল্যাণ্ডের কাছে হেরে গেলাম৷’ মেয়ের মুখে একথা শুণে আমার খুব কষ্ট হচ্ছিল৷ আবার রাগও হচ্ছিল৷ আমি ওকে বললাম ঠিক মতো না খেললে তো হেরেই যাবি৷ আবার এও বলেছি, দেখ বাকি খেলাগুলো যাতে ভালো করে খেলতে পারিস , সেদিকে তোরা নজর দিস৷’ তিনি আরও জানান, করোনার কারণে অনেক কিছুর মতো খেলারও অনেক ক্ষতি হয়েছে৷ ওরা মাঠে ঠিক করে অনুশীলন করতে পারেনি৷ সেই সময়ে বাড়িতেই ছিল মেয়ে৷ এখানে জিম করেছে৷ ঘরের মধ্যেই যেটুকু শরীর চর্র্চ করার করেছে৷ ঝুলনের রেকর্ডে তাঁর পরিবার খুশী কিন্তু আরও খুশী হতে পারতেন ভারত বিশ্বকাপে জিতলে৷