ভারতের পেস স্কোয়াড্কে আরও মজবুত করতে ভারতীয় ক্রিকেট বোর্ড মহম্মদ শামিকে দলে নির্বাচিত করলেন৷ শামি শুধু ভাল বোলারই নন, নীচের সারিতে ভাল ব্যাট করারও ক্ষমতা রাখেন৷ নিঃসন্দেহে এই নির্বাচন ভারতীয় দলের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ৷ সাম্প্রতিক কয়েকটি ম্যাচে শামির দুর্দান্ত গতিময় সুইং বোলিং অনেক ব্যাটস্ম্যানদের বিপাকে ফেলেছে৷ এখন প্রশ্ণ শামির এই অন্তর্ভুক্তিতে কোন খেলোয়াড় দল থেকে বাদ যাবে, কারণ ভারতীয় দলে যে খেলোয়াড় নির্র্বচিত আগামী বিশ্বকাপের জন্যে তারা প্রত্যেকেই দলের যোগ্য খেলোয়াড়৷ সেই কারণে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক আপাতত রিসভ পন্থকে দলের বাইরে রাখছেন অর্থাৎ বিশ্বকাপের দল থেকে ঋসভ পন্থকে দেশে রেখে ভারতীয় ক্রিকেট দল ইংল্যাণ্ডে উড়ে যাবে৷ যদিও ঋসভ পন্থ ভাল ব্যাট করেন ও উইকেট কিপিং-এও যথেষ্ট দক্ষ৷ কিন্তু দলের মহেন্দ্র সিং ধোনির মতো বর্ষীয়ান ঠাণ্ডা মাথার উইকেট কিপার কাম ব্যাটসম্যান রয়েছেন তাই ঋসভ পন্থের অনুপস্থিতি ধোনী বুঝতে দেবেন না৷
ফের বিশ্বকাপে সুযোগ পেয়ে শামি জানিয়েছেন, ‘‘আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ ফের বিশ্বকাপগামী ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্যে৷ এই মুহূর্তে জীবনের সেরা ছন্দে রয়েছি৷ সেটাই বিশ্বকাপে পেতে চাই৷ এবার দেশের হয়ে বিশ্বকাপে খেলতে নেমে ভাল পারফরম্যান্স করে কিছু ফিরিয়ে দেওয়াই আমার কাজ৷’’