বিশ্বকাপের আগে বেন স্টোকসকে অবসর ভেঙে ফেরানো হতে পারে

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

গত চার বছর ধরে নিজের ঘরের মাটিতে দেশকে বিশ্বকাপ জেতানোর পিছনে যার মূখ্য ভূমিকা ছিল সেই বেন স্টোকস্‌ প্রায় এক বছর আগে ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন৷ ভারতে শুরু হওয়া বিশ্ব কাপের আগে সেই স্টোকসকেই অবসর ভেঙে ফেরানো হতে পারে৷ এমনই ইঙ্গিত দিয়েছেন ইংল্যাণ্ড৷ তারা জানিয়েছেন, স্টোকস্‌কে রাজি করানোর দায়িত্ব দেওয়া হয়েছে সাদা বলের দলের অধিনায়ক জস বাটলারের উপর৷

বাঁ পায়ের চোট নিয়েও অ্যাশেজে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন স্টোকসঙ্গী ০-২ পিছিয়ে থেকেও ২-২ ড্র করেছে ইংল্যাণ্ড৷ নিজের উপর থেকে চাপ কমানোর জন্যেই গত একবছর আগে ৫০ ওভারের ক্রিকেট থেকে সরে গিয়েছিলেন তিনি৷ কিন্তু স্টোকসের অতীত অবদানের কথা মাথায় রেখে আরও একবার মাঠে নামার অনুরোধ করতে চায় বোর্ড৷

ইংল্যাণ্ডের এক দৈনিকে কোচ মট বলেছেন ‘‘সম্ভবত বাটলার নিজে থেকেই উদ্যোগ নিে য় স্টোকসের সঙ্গে কথা বলবে৷ তবে স্টোকস নিজে ইচ্ছুক কি না সেটা আগে জানা দরকার৷ এখনও আমরা জানি না আগামী দিনে ও কী করবে৷ তবে আশাবাদী৷ আমি বার বারই বলেছি ওর বোলিং আমাদের কাজে লাগবে৷ পাশাপাশি ব্যাট হাতে ও ফিল্ডার হিসাবেও দলকে প্রয়োজনীয় সাহায্য করতে পারে৷