গত চার বছর ধরে নিজের ঘরের মাটিতে দেশকে বিশ্বকাপ জেতানোর পিছনে যার মূখ্য ভূমিকা ছিল সেই বেন স্টোকস্ প্রায় এক বছর আগে ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন৷ ভারতে শুরু হওয়া বিশ্ব কাপের আগে সেই স্টোকসকেই অবসর ভেঙে ফেরানো হতে পারে৷ এমনই ইঙ্গিত দিয়েছেন ইংল্যাণ্ড৷ তারা জানিয়েছেন, স্টোকস্কে রাজি করানোর দায়িত্ব দেওয়া হয়েছে সাদা বলের দলের অধিনায়ক জস বাটলারের উপর৷
বাঁ পায়ের চোট নিয়েও অ্যাশেজে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন স্টোকসঙ্গী ০-২ পিছিয়ে থেকেও ২-২ ড্র করেছে ইংল্যাণ্ড৷ নিজের উপর থেকে চাপ কমানোর জন্যেই গত একবছর আগে ৫০ ওভারের ক্রিকেট থেকে সরে গিয়েছিলেন তিনি৷ কিন্তু স্টোকসের অতীত অবদানের কথা মাথায় রেখে আরও একবার মাঠে নামার অনুরোধ করতে চায় বোর্ড৷
ইংল্যাণ্ডের এক দৈনিকে কোচ মট বলেছেন ‘‘সম্ভবত বাটলার নিজে থেকেই উদ্যোগ নিে য় স্টোকসের সঙ্গে কথা বলবে৷ তবে স্টোকস নিজে ইচ্ছুক কি না সেটা আগে জানা দরকার৷ এখনও আমরা জানি না আগামী দিনে ও কী করবে৷ তবে আশাবাদী৷ আমি বার বারই বলেছি ওর বোলিং আমাদের কাজে লাগবে৷ পাশাপাশি ব্যাট হাতে ও ফিল্ডার হিসাবেও দলকে প্রয়োজনীয় সাহায্য করতে পারে৷