২০১৮ ফুটবল বিশ্বকাপের ফাইনালে খেলবে ফ্রান্স ও ক্রোয়েশিয়া৷ গত ১১ই জুলাই ক্রোয়েশিয়া দুরন্ত ফুটবল খেলে হারিয়ে দিল শক্তিশালী ইংল্যাণ্ডকে৷ সাথে সাথে বিশ্ব ফুটবল ইতিহাসে সংযোজিত হ’ল নতুন ফাইনালিস্ট--- ক্রোয়েশিয়া৷ মূল পর্বের শুরুতে যে ৩২টি দল খেলেছিল তাদের মধ্যে ক্রোটদের ফাইনালিস্ট হিসেবে ভেবেছিল কে? আর ফ্রান্সই যে ফাইনাল খেলতে পারবে এই বিশ্বকাপে সে ছবিও খুব কম ফুটবল বোদ্ধা দেখেছিলেন৷
কিন্তু অঘটনের পর অঘটনের এই বিশ্বকাপে রবিবার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও ক্রোয়েশিয়া৷ অবশ্যই যোগ্য দল হিসেবেই ফাইনালে যাওয়ার টিকিট ছিনিয়ে নিয়েছে তথাকথিত বাঘা বাঘা নামকরা দলগুলির মুঠো থেকে৷ তরুণ ফুটবলার সমৃদ্ধ ফ্রান্স যখনই আক্রমণে গেছে ত্রাস ছড়িয়ে দিয়েছে বিপক্ষের ডিফেন্সে৷ গতিতেই হার মানতে হয়েছে ডিফেন্ডারদের৷ ফ্রান্সের রক্ষণও বেশ মজবুত৷ সেমিফাইনালে বেলজিয়ামের লুকাকোদের জায়গা দেয়নি গোলে শট মারার৷
এবারের বিশ্বকাপে ক্রোটদের কোনও প্রশংসাই যথেষ্ট নয়৷ শক্তপোক্ত মাঝমাঠ-রক্ষণ-আক্রমণভাগের মধ্যে দারুণ বোঝাপড়া৷ আমাদের মত দেশের ফুটবলাররা ক্রোয়েশিয়ার ফুটবল থেকে ভাবতেই পারে---ওরা পেরেছে আমরা পারব না কেন?