বিশ্বশান্তি সম্মেলনে আমন্ত্রিত বাঙলার মুখ্যমন্ত্রী

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

কমুয়ূনিটি.ডি সান্টিজিদিয়ো বিশ্বের পিছিয়ে পড়া গরিব দুঃস্থ মানুষদের নিয়ে কাজ করে৷ সারা পৃথিবীর রাজনীতি সংস্কৃতি ও ধর্মীয় জগতের প্রতিনিধিদের নিয়ে শান্তি ও সামাজিক ন্যায় সম্মেলন করে আসছে  সংস্থাটি তিনদশকেরও বেশী সময় ধরে৷ এবছর রোমে এই সম্মেলনে আমন্ত্রিত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই সম্মেলনে আরও আমন্ত্রিত আছেন পোপ ফ্রান্সিস, জার্র্মন চান্সেলার আঞ্জেলা মার্কেল, ইতালির শীর্ষ রাজনৈতিক নেতা ও বিশ্বের বিভিন্ন প্রান্তের ধর্মীয় ও সাংস্কৃতিক জগতের প্রধানরা৷ সংস্থার প্রেসিডেন্ট প্রফেসর মার্র্কে ইম্পা গ্লিয়াজো এই আমন্ত্রণ পত্র  পাঠিয়েছেন বাঙলার মুখ্যমন্ত্রীকে৷ আগামী ৬ই ও ৭ই অক্টোবর এই সম্মেলন অনুষ্ঠিত হবে রোমে৷ রাজ্যের পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নে রাজ্য সরকারের কাজের স্বীকৃতি দিতে এই আমন্ত্রণ৷গত ১০ই আগষ্ট  আমন্ত্রণপত্র নবান্নে এসে পৌঁছায়৷ নবান্ন থেকে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আমন্ত্রণ গ্রহণ করেছেন৷