বিতর্কের অবসান, ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

কাতারের পর পশ্চিম এশিয়ার দ্বিতীয় দেশ হিসাবে এই দায়িত্ব পেল তারা৷ ২০৩০ সালের প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল এবং মরক্কো৷ ২০৩০ সালে আরও তিনটি দেশে হবে একটি করে ম্যাচ৷ বুধবার সরকারি ভাবে জানিয়ে দিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো৷ ২০৩০ সালের বিশ্বকাপ নিয়ে প্রশ্ণ না উঠলেও ২০৩৪ সালের বিশ্বকাপ নিয়ে প্রশ্ণের মুখে পড়েছিল ফিফা৷ সৌদি আরব ছাড়া আর কোনও দেশ ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের দাবি জানায়নি৷ তবু ফিফা সৌদির দাবিকে প্রাধান্য দেওয়ায় বিতর্ক তৈরি হয়৷ যদিও বুধবার ফিফা কংগ্রেসে প্রায় সব সদস্য দেশই সৌদি আরবের দাবিকে সমর্থন করেছে৷ ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের দাবি জানিয়েছিল অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়াও৷ কিন্তু পরে দু’দেশই তাদের দাবি প্রত্যাহার করে নেয়৷ ফলে এক মাত্র সৌদি আরবই হয়ে যায় দাবিদার৷

২০৩০ সালে বিশ্বকাপের শতবর্ষ পালিত হবে৷ প্রতিযোগিতার মূল আয়োজক স্পেন, পর্তুগাল এবং মরক্কো হলেও আরও তিনটি দেশে হবে বিশ্বকাপের ম্যাচ৷ উদ্বোধনী তিনটি ম্যাচের একটি করে হবে আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়েতে৷

অর্থাৎ একই বিশ্বকাপের ম্যাচ হবে ইউরোপ, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকায়৷ ফিফা সভাপতি বলেছেন, ‘‘আমরা আরও বেশি সংখ্যক দেশে ফুটবলকে ছড়িয়ে দিতে চাই৷ দলের সংখ্যা বৃদ্ধি কিন্তু খেলার গুণমান কমিয়ে দেয়নি৷ আসলে আরও বেশি দেশের সামনে সুযোগ করে দিয়েছে৷’’

মঙ্গলবার নরওয়ে ফুটবল সংস্থা এক বিবৃতিতে জানায়, তারা এই বিষয়ে সৌদি আরবের বিরুদ্ধে ভোট দেবে৷ বিবৃতিতে বলা হয়, ‘‘২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে একমাত্র সৌদি আরব দাবি জানিয়েছে৷ বিষয়টি আমাদের কাছে স্বচ্ছ নয়৷ তা ছাড়া মানবাধিকার লঙ্ঘন নিয়ে বার বার প্রশ্ণের মুখে পড়েছে সৌদি আরব৷ তেমন একটি দেশকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব তুলে দেওয়া ফিফার আদর্শের বিরোধী৷ আমরা বিরোধিতা করব৷’’ মানবাধিকারের প্রশ্ণে আগেও সৌদি আরব বিরোধী সুর শোনা গিয়েছিল ফুটবল বিশ্বে৷