বক্সিং প্রতিযোগিতায় ভারতীয় মেয়েরা শীর্ষস্থানে

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

দিনে দিনে উন্নতির স্তরে পৌঁছে যাচ্ছে ভারতীয় বক্সাররা৷ এর মূল কারণ হলো তাদের উদ্যম প্রয়াস ও পরিশ্রম৷ সবথেকে যে কথাটি হলো ভারতীয় মেয়েরাও বক্সিং এ পিছিয়ে নেই  এবারে ভারতের মেয়েদের বক্সিংয়ে পাঁচটি সোনা অর্জন করেছে৷ তাই বক্সিং এবারে ভারতীয় মেয়েরা শীর্ষস্থান লাভ করেছে৷

বেবিরোজিসানা চানু (৫১ কেজি) ও অরুন্ধুতী চৌধুরি (৬৯ কেজি) আরও দুটি সোনার জেতার পরে ভারতীয় মেয়েরা একদম শীর্ষে৷ ভারতের মোট পাঁচটি সোনা জয়ের খবর পাওয়া গেছে৷ পাশাপাশি লাকি রানা (৬৪ কেজি) পেয়েছেন রূপো৷

অর্থাৎ এটাও দেখা গেছে যে ভারতীয় দল পাঁচটি সোনার পাশাপাশি তিনটি রূপো ও দুটি ব্রোঞ্জ পেয়েছে৷ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে উজবেকিস্তান (২টি সোনা) ও চেক প্রজাতন্ত্র (১টি সোনা)৷  খেলো ইন্ডিয়ায় তিন বারের অরুন্ধুতী দাপটে জয়লাভ করেন৷ তিনি ৫-০ তে হারান ইউক্রেনের  মারিয়ানা স্টোইকোকে৷ চানু প্রশিক্ষণ নেন ইম্ফলে মেরি কম অ্যাকাডেমিতে৷ তিনি হারান এশীয় জুনিয়ার চ্যাম্পিয়ন উজবেকিস্তানের সাবিনা বোবোকুলোভাকে ৩-২ ফলে৷

এর আগে অন্য ভারতীয় বক্সারদের মধ্যে জিতেছেন আলফিয়া পাঠান (৮১ কেজির বেশি) ভিনকা (৬০ কেজি) ও টি সানামাচা চানু (৭৫ কেজি)৷ এছাড়া ভিনকা দুরন্তং লড়াই করার জন্য প্রতিযোগিতার  সেরা মহিলা বক্সারের সম্মানও পেয়েছেন৷