কাজাখস্তান চলতি এলোর্দা কাপ বক্সিংয়ে ভারতকে সোনা উপহার দিলেন গতবারের বিশ্বযুব বক্সিংয়ে চ্যাম্পিয়ান আলফিয়া পাঠান৷ মেয়েদের ৮১ কেজি বিভাগে নাগপুরের এই মহিলা বক্সার ৫-০ ফলে উড়িয়ে দিয়েছেন কাজাখস্তানের বক্সার লাজ্জত কুইগেইবায়েভাকে৷ যিনি ২০১৬ সালে বিশ্বচ্যাম্পিয়ান হয়েছিলেন ও এই বিভাগে তাঁকেই সকলে সম্ভাব্য চ্যাম্পিয়ান বলে মনে করেছিলেন৷
পাঠান ছাড়াও ভারতকে দ্বিতীয় সোনা দিয়েছেন গীতিকা৷ তিনি মেয়েদের ৪৮ কেজি বিভাগে ফাইনালে ৪-১ ফলে হারিয়ে দেন স্বদেশীয় কালাইবনিকে৷
তবে গত সোমবার নজর কেড়েছিল মেয়েদের ৮১কেজি বিভাগের ফাইনালে৷ সেই দ্বৈরথে প্রতিপক্ষকে কোনও সময়েই মাথা তুলে দাঁড়ানোর সুযোদ দেননি আলফিয়া৷ ম্যাচের ফল তার পক্ষে ৫-০৷ এই প্রথম বার আন্তর্জাতিক মঞ্চে লড়াই করতে নেমেছিলেন আলফিয়া৷ শুরু থেকে তাঁর আক্রমণের সামনে কার্যত আত্মসমর্পণ করেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন৷ ম্যাচের পরে উল্লসিত আলফিয়া বলেছেন,‘‘এখনও যেন বিশ্বাস হচ্ছে না৷ সোনা জয়ের একটা অপূর্ব অনুভূতি রয়েছে৷ বিশেষ করে, প্রাক্তন বিশ্বসেরাকে হারিয়ে সোনা জেতার একটা দারুণ সুখানুভূতি রয়েছে৷